স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ছিক্কায় প্রশিক্ষণ ভবনে এসো শিখি প্রকল্পের বিদ্যালয় ব্যবস্হাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের তিন ব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ পরিচালক মোঃ জালাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন এসো শিখি প্রকল্পের কেন্দ্রীয় সমন্বয়ক অহিদুল ইসলাম, ইউআরসি ইনস্টাক্টর হারুণ রশিদ চৌধুরী, উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে প্রমুখ প্রশিক্ষনে ২৫ জন প্রধান শিক্ষক অংশ নেন।