স্টাফ রিপোর্টার::
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শীতবস্ত্র সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিতরণ শুরু হয়েছে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার আশারকান্দি ইউনিয়নে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বরকত উল্লাহ।
দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৩২টি পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান খানসহ পরিষদের ইউপি সদস্যদবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ জানান, এ উপজেলায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৭০০ কম্বল বরাদ্দ পাওয়া গেছে। প্রত্যেকটি ইউনিয়নের শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।