স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলায় পবিত্র মাহে রমজানের প্রথম রোজার ইফতারের সময়
বিদ্যুতের ভেলকিবাজীতে অতিস্ঠ হয়ে উঠেন রোজাদার।
আজ শুক্রবার রমজানের প্রথমদিনের ইফতারের সময় বিদ্যুতের এমন কান্ডজ্ঞানহীন ঘটনা ঘটে।
ভুক্তভোগিরা জানান,সারাদিন উপোষ থেকে রোজাদাররা যখন ইফতার সামগ্রী নিয়ে ব্যস্ত ঠিক তখনই শুরু হয় বিদ্যুতের আসা যাওয়ার পালা।
সন্ধ্যা ৬.২০ মিনিট থেকে ৬.৩০ মিনিট পযর্ন্ত বিদ্যুৎ আসা যাওয়া করতে থাকে একাধিকবার। ফলে ভুগান্তির শিকার হন জনসাধারণ।
এছাড়াও প্রথম রোজার সেহেরীর পর অর্থাৎ ফজরের নামাজের সময়ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। রমজানের শুরুতেই গুরুত্বপূর্ণ সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় উপজেলাবাসীর মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে।
জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের উপ সহকারী প্রকৌশলী
পাবেল আহমদ জানান,রমজানে বিদ্যুতের ভুগান্তি এড়াতে আমরা কাজ করছি।
জগন্নাথপুরে প্রথম রোজার ইফতারের সময় বিদ্যুতের ভেলকিবাজি
