স্টাফ রিপোর্টার:;
জগন্নাথপুরে করোনার প্রথম টিকা নিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্র তিনি টিকা দেন।
টিকাদান শেষে বয়োজ্যেষ্ট এই রাজনীবিদ স্থানীয় সাংবাদিকদের জানান, খুবই ভালো লাগছে টিকা দিতে পেরে। করোনার মহামারি থেকে নিজেকে সুরক্ষার জন্যে টিকা দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সুত্র জানায়,প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। এরমধ্যে ৪ হাজার ৪শ’ জনকে এই ভ্যাকসিন দুইবারে দেওয়া হবে। প্রথম টিকা দেওয়ার ২৮ দিনের পর দ্বিতীয় টিকা দেওয়ার মাধ্যমে করোনা ভাইরাসের ডোজ প্রদান সম্পন্ন হবে। তবে পর্যাক্রমে আরও ভ্যাকসিন পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি টিকাদান টিমের মাধ্যমে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। আজ দুপুরে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স টিকাদানের উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরমধ্যে ১৩০ জন নিবন্ধন করেছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুদন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্বর্তস্ফুতভাবে মানুষ টিকা দিচ্ছেন। জীবন সুরক্ষায় এই টিকা সবার জন্য প্রয়োজন।
তিনি জানান, প্রতিটি টিকাদান কেন্দ্রে দুইজন প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক রয়েছেন। এরমধ্যে ১৩০ জন নিবন্ধন করেছেন। নিবন্ধন যারা করেছেন তাদেরকে টিকা দেওয়া হচ্ছে।