1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যাগে ত্রাণ বিতরণ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যাগে ত্রাণ বিতরণ

  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৭০ Time View

স্টাফ রিপোর্টার –
শুধু ঘর নয়, পেশাও হুমকির মুখে পড়েছে বন্যায়।দোকান ভেসে যাওয়ায় জুতার কাজ করতে পারছে না মুচি সম্প্রদায়।নৌকা হারিয়ে তাঁবুতে থাকা বেদেরাও এখন অসহায়।হিজড়া বলে ত্রানের তালিকায়ও গুরুত্ব পায় না তারা।আর বিয়ের আসরে আগের মতো ঢোল বাজানোর দাওয়াত পায় না শব্দকরেরা।বিপন্ন পেশার এসব মানুষেরা গতকাল মঙ্গলবার ঘরে ফিরল হাসি মুখে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১০টি গ্রামের বিপন্ন পরিবারের মধ্যে গতকাল ত্রাণ বিতরণ করেছে প্রথম আলো ট্রাস্ট।সমাজে অবহেলিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ত্রাণ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তাদের হাতে ত্রাণ তুলে দিয়েছে বন্ধুসভার সদস্যরা।

হিজড়া সম্প্রদায়ের ৩৮ বছর বয়সী আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, হবিবনগর এলাকায় ১৫ হিজড়া পাশাপাশি থাকেন।বন্যায় তাদের ভিটা ভেসে গেছে।১৬ দিন মুক্তিযোদ্ধা সংসদের কমপ্লেক্সে আশ্রয় নিয়েছিলেন।শুকনা চিড়া, মুড়ি, বিস্কুট ছিল সম্বল।রান্নার সব পন্য একসাথে পেয়ে তারা খুশি।তিনি বলেন, হিজড়া বলে কেউ পাত্তা দেয় না।ত্রাণ এলেও কেউ খবর দেয় না, তালিকায়ও নাম নেয় না।

জগন্নাথপুর বন্ধুসভার সদস্যরা গ্রামে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্থদের মধ্য থেকে বেশি বিপন্ন মানুষের তালিকা করেছেন।তারপর তাদের হাতে একটি করে টোকেন দিয়েছেন।সেই টোকেন ধরে আজ ১২০টি পরিবারের কাছে চাল, ডাল, তেল, লবন, হলুদ, মরিচ, আটা একসঙ্গে প্যাকেট করে তুলে দেওয়া হয়েছে।এর সবই বাজারের প্রসিদ্ধ কোনো ব্রান্ডের প্যাকেটজাত পণ্য।

হাতে টোকেন নিয়ে ত্রাণ নিতে এসেছিলেন বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবার।কথা হয় ২৭ বছর পয়সী লাকী আক্তারের সঙ্গে।তিনি বলেন, নলজুর নদীর পাড়ে ২৪ পরিবারের বসবাস।তাঁবুর মতো ঘর করে থাকেন।আগের মতো নৌকায় আর থাকা হয় না তাদের।ভেঙ্গে যাওয়ার পর নৌকা আর গড়তে পারেনি।ঐতিহ্যবাহী পেশাটিও হারিয়ে গেছে প্রায়।সাপের খেলাও আর জমে না হাটে, বাজারে বা গ্রামের বাড়িতে।বন্যায় তাঁবুর ঘরটাও পড়ে গেছে।ত্রাণের বেশিরভাগই পেয়েছেন চিড়া, মুড়ি।চাল, ডাল পেলে তারাও রান্না করে খাওয়ার আনন্দ নিয়ে বাড়ি ফিরেছেন।

জগন্নাথপুর প্রবাসী অধ্যুষিত জেলা।এখানকার বেশির ভাগ ঘরের কেউ না কেউ প্রবাসী।এদের অনেকেই যুক্তরাজ্য বা ইউরোপের অন্য দেশে থাকেন।বন্যা শুরুর পর বিদেশ থেকে সাহায্য এসেছে এসব পরিবারে।কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারে তেমন কেউ নেই।তাই তাদের সহায়তা পৌঁছে দিয়েছে প্রথম আলো ট্রাস্ট।

জগন্নাথপুরের খলখলিয়া ইউনিয়নের কৃষক ৫৫ বছর বয়সী আদরিস মিয়া পাঁচ কিলোমিটার দূর থেকে এসেছেন ত্রাণ নিতে।তিনি বলেন, ক্ষেতের ধান ভেসে গেছে।ঘরও ডুবেছে বন্যায়।ত্রাণ ঘরে পৌঁছায় না।কেউ কেউ বার বার পায়, কেউ পায় না।টোকেন নিয়ে আসায় রান্না করার মতো সব জিনিস নিয়ে ফিরছেন আজ।

বন্ধুসভার সদস্যরা জানান, মুচি সম্প্রদায়ের ১৫ পরিবার, হিজড়া জনগোষ্ঠীর ৫ পরিবার, বেদে সম্প্রদায়ের ছয়টি পরিবার, দলিত সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীর পাঁচ পরিবারসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর পরিবার ত্রাণ পেয়েছেন গতকাল।আরও একটি বিপন্ন পেশার মানুষও পেয়েছেন সাহায্য।বিয়ের প্রোগ্রামে ঢোল বাদ্য বাজায়, যারা শব্দকর নামে পরিচিত।এমন ১০টি পরিবারের হাতেও পৌঁছে গেছে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ।

বন্ধুসভার হয়ে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ বিপদাপন্ন মানুষের হাতে তুলে দেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল) শুভাশিষ ধর, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিটিভির সিলেট প্রতিনিধি জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমেদ,প্রথম আলো ছুটির দিনের প্রধান সবুজ মিয়া, প্রথম আলো ট্রাস্টের মহি উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, সিলেট অফিসের ফটোগ্রাফার আনিস মাহমুদ, জগন্নাথপুর বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম, সাংবাদিক জুয়েল আহমদ, সমাজকর্মী শামীম আহমেদ, সুলেমান হোসেন, মইয়ুখ ভট্টাচার্য, শাহীনুর রহমান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com