Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী আহত

স্টাফ রির্পোটার ::- জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, উপজেলার মীরপুর ইউনিয়নের লহরী গ্রামের স্থানীয় যুবলীগ কর্মী টিটু মিয়া সাথে একই গ্রামের মাদক ব্যবসায়ী রংফুল মিয়ার পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার টিটু মিয়া বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালিয়ে তাকে আহত করে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Exit mobile version