পাইলগাও ইউনিয়ন প্রতিনিধি ঃ- জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের কাতিয়া অলৈতলী গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়ে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত যুবককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই গ্রামের এলখাছ মিয়া পুত্র মাছুম আহমদের সঙ্গে একই গ্রামের আলী নুরের পুত্র জাহাঙ্গীর আলমের পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে দশটায় দিকে প্রতিপক্ষ জাহাঙ্গীরের নেতৃত্বে ৫/৬ জন যুবক মাছুম কে তার বাড়ী থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষের বাড়ির সামনে ব্যাপক মারধোর করে আহত করে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, এ বিষয়ের কেউ থানায় কোন অভিযোগ করেনি।
Leave a Reply