ষ্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের ধন মিয়ার বাড়ির কেয়ারটেকার আকিকুর রহমানের (৩৫) সঙ্গে একই গ্রামের আব্দুল মালিকের পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাত ৮টায় খাশিলা পয়েন্টে আব্দুল মালিকের নেতৃত্বে ৩/৪ জন যুবক হামলা চালিয়ে তাকে আহত করে পালিয়ে যায়। গুরুত্বর আহত যুবক কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।