স্টাফ রির্পোটার ::- জগন্নাথপুরের শাহারপাড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে রোববার প্রতিপক্ষের গুলিতে ১জন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের শফিকুর রহমান ও মোছাদ্দেক মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে মোছাদ্দেক মিয়ার পক্ষের লোক সানোয়ার রহমান (৩২) কৃষি কাজের জন্য স্থানীয় হাওরে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হলে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থল পরির্দশকারী এস,লুৎফুর রহমান জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষের ছোড়া শর্টগানের গুেিত একজন গুলিবিদ্ধ হয়েছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।