Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রকৃতি সুরক্ষায় এবার ৫০টি মসজিদে বৃক্ষরোপন করলো স্টুডেন্ট’স কেয়ার

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’এর উদ্যাগে এবার ধর্মীয় প্রতিষ্ঠান ৫০টি মসজিদে বৃক্ষরোপন করা হয়েছে।

প্রকৃতি সুরক্ষায় ‘সবুজ সাথী’ নামের এই কর্মসুচি গতকাল
শুক্রবার (১৬ জুলাই) সম্পন্ন হয়। এর গত বছরের জুন মাসে এই সংগঠনের আয়োজনে জগন্নাথপুর উপজেলায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়েছিল।

জানা যায়,২০১৪ সালে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় সামাজিক সংগঠন স্টুডেন্টে’স কেয়ার জগন্নাথপুর। এরপর সংগঠনের পক্ষ থেকে জনসচেতনামূলক প্রচার,পরিস্কার পরিচ্ছন্ন অভিযান,প্রাকৃতিক দুয়োগকালীন অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ,করোনাকালীন সময় মাস্ক, স্যানেটাইজার বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণসহ সামাজিক উন্নয়ন কাজে সক্রিয়ভাবে সংগঠনটি কাজ করে আসছে। জগন্নাথপুর উপজেলা কে সবুজায়ন গড়ে তুলতে সবুজ সাথী প্রজেষ্ট নামে গত বছর জুন মাসে বৃক্ষরোপন শুরু হয়। যার ধারাবাহিক অংশ হিসেবে গত ১জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত জগন্নাথপুর উপজেলা পরিষদের জামে সসজিদ, ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদ,আছাবুন্নেছা জামে মসজিদ,বলবল জামে মসজিদ,
পশ্চিম ভবানীপুর, ইছগাও পূর্বপাড়া জামে মসজিদসহ উপজেলার ৫০টি মসজিদে ৩টি করে ফলজ বৃক্ষরোপন করা হয়েছে।

স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুরের সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিমেল বলেন, প্রকৃতি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রোধকল্পে সবুজ সাথী প্রকল্প নামে আমরা প্রকৃতি সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছি। এই কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৫০টি মসজিদে ফলজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।
পর্যায়ক্রমে উপজেলারকে সবুজায়ন করা হবে বলে তারা জানিয়েছেন।

Exit mobile version