স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নুরুল আমিন জগন্নাথপুর পৌরসভার ছিলিমপুর এলাকার আব্দুস ছুবানের ছেলে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নাকশতার চেষ্ঠার অভিযোগে দায়েরকৃত মামলার মামলার ২১ নম্বর আসামি নুরুল। তাকে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আশারকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়। গতকাল বুধবার পর্যন্ত ওই মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, গত ৯ নভেম্বর সুনামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে মামলার ৬ নম্বর আসামী সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল এবং ২৫ নম্বর আসামি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন হাজির হলে, আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে বাকী আসামিরা পলাতক রয়েছেন।
তবে বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার জানিয়েছেন, গায়েবী মামলায় পুলিশকে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।