Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পৌর যুবলীগের কমিটি ঘিরে তোড়জোড়

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবলীগের
কমিটিতে স্থান পেতে তৎপর হয়েছে উঠেছে নেতাকর্মীরা। তদবির-লবিং চলছে জোড়েসোরে।

নেতা কর্মীরা জানান, ১৯৯৮ সালে জগন্নাথপুর সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করা হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে কেন্দ্রীয় কমিটি সুনামগঞ্জের যুবলীগের সব ক’টি উপজেলা ও পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর থেকে আর কোনো কমিটি হয়নি। দীর্ঘ ২০ বছর পর ২০১৯ সালে ২১ মার্চ জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের যৌথ সাক্ষরে আকমল হোসন ভূঁইয়াকে আহবায়ক, সিদ্দিকুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং রফিকুল ইসলামকে
যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর পৌর যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির বিরোধিতা করে ওই বছরের ২২ মার্চ ঘোষিত
কমিটির দুই যুগ্ম সম্পাদকসহ অধিকাংশ নেতা কর্মী পৌর শহরে বিক্ষোভ মিছিল করে। ২৩ মার্চ জেলা কমিটি ঘোষিত পৌর কমিটি স্থগিত ষোষনা দেয়। গত ১৫
অক্টোবর জেলা কমিটি ঘোষিত পৌর কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে নতুন পৌর কমিটি দ্রুত গঠন করার জন্য উপজেলা কমিটিকে নির্দেশনা দেয়া হয়। যারপ্রেক্ষিতে
নতুন কমিটিতে দায়িত্বশীল পদ পেতে দলীয় নেতাকর্মীরা জোর লবিং চালিয়ে যাচ্ছে।
দলীয় একটি বিশ্বস্থ সুত্র জানায়, অচিরেই পৌর যুবলীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হতে পারে। আহবায়ক পদে যাদের নাম শুনা যাচ্ছে তাঁরা হলেন পৌর কাউন্সিলর সোহেল আহমদ, যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, সৈয়দ জিতু মিয়া, পিযুষ দে. আবুল ফজল,সদস্য সচিব পদে সুমন মিয়া, রাসেল আহমদ, নজরুল ইসলাম খোকনের নাম শুনা যাচ্ছে।

পৌর যুবলীগ নেতা জিতু মিয়া জানান, দীর্ঘদিন ধরে পৌর যুবলীগের কোন কমিটি নেই। যে কারণে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিচ্ছিন্নভাবে জাতীয় কর্মসুচিসহ দলীয় সকল কর্মকান্ডে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পৌর যুবলীগ কে সুসংগঠিত করতে আশা করছি, যোগ্যতার ভিত্তিত্বে নতুন কমিটির নেতৃত্ব আসবে।

স্খগিত কমিটির আহবায়ক  আকমল হোসেন ভূঁইয়া বলেন, স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। ছাত্র রাজনীতির পর দীর্ঘদিন ধরে পৌর যুবলীগের আছি। বিশ্বাস করি দল আমাকে মূল্যায়ন করবে। সাংগঠনিক কার্যক্রমে গতি বাড়াতে দ্রুত কমিটি গঠনের জন্য তিনি আহবান জানান।

জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন বলেন, পৌর যুবলীগের নতুন কমিটি গঠনের প্রস্তুুতি চলছে।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা জানান, জগন্নাথপুরের পৌর যুবলীগের কমিটি গঠনের জন্য উপজেলা কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।

Exit mobile version