Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পৌর জামায়াতের কমিটি গঠন সভাপতি ওয়ালীউল্লাহ, সেক্রেটারি আলী আহমদ

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার (২৯ নভেম্বর)  দুপুরে পৌর জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর জামায়াতের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আলী আহমদের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসেন, জামায়াত নেতা জামাল উদ্দিন বেলাল, কবির উদ্দিন, মাষ্টার আবু তাইদ, মাওলানা নেছার উদ্দীন।
পরে উপজেলা আমীর মাওলানা লুৎফুর রহমান পৌর শাখার নতুন কমিটির ঘোষণা করেন।

দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, সহসভাপতি মাষ্টার আবু তাইদ, সহসভাপতি মাওলানা আতিকুর রহমান মামুন, সেক্রেটারি মাওলানা আলী আহমদ, সহ সেক্রেটারি জালাল আহমদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা নেছার উদ্দীন, পেশা জীবি সম্পাদক তৌহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক কবীর উদ্দিন, সহ সমাজ কল্যাণ সম্পাদক ডাক্তার সোহেল আমীন, যুব ও ক্রীড়া সম্পাদক আশরাফ হোসেন এনাম, সহ যুব ও ক্রীড়া সম্পাদক সাদিক আহমদ, শ্রমিক কল্যাণ সম্পাদক শামসুল আবেদীন, উলামা বিভাগ সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, টিম সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, আবু সুফিয়ান, ছালেহ আহমদ গোলাপ।

Exit mobile version