শংকর রায় :: জগগন্নাথপুরে শুক্রবার পৃথক দুইটি সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের শামিম আহমদ ও একই গ্রামের মোস্তফা মিয়ার পক্ষের লোকজনের মধ্যে জুস্মার নামাজ শেষে শিরনী বিতরন নিয়ে প্রথমে কথাকাটাঁকাটি হয়। পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের ৫ আহত হন। আহত সাজ্জাদ আলী (৫২), নুরুজ্জামান (৫৫), আবু শহীদ (৩৬), সিরাজ আলী (৫১), হাবিব মিয়া (৭০),কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে একই দিনে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচিবাজারে শুক্রবার বিকেলে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেচি বাজারের সেক্রেটারী বড় ফেচি গ্রামের বাসিন্দা ছালিক মিয়া ও তারই ভাতিজা সেলিম মিয়ার মধ্যে বাজারের গলি দখল নিয়ে কিছু দিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনা নিস্পত্তির জন্য বাজারে ঘটনার দিন সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংর্ঘষে লিপ্ত হয়। এতে উভয় ৮ জন আহত হয়েছে। আহত জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।