:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা বৈরাগী বাজারে সড়কের পাটলী চাঁনপুরচক নামক স্থানে পিকআপের চাপায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শাহেদ মিয়া নামের ৫ বছরের শিশু বাড়ির পাশে সড়কে খেলতে গেলে পিকআপের চাপায় পড়ে ঘটনাস্থলে মারা যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় পাটলী চাঁনপুর চক গ্রামের মোহাম্মদ আলীর ৫ বছরের শিশু পুত্র শাহেদ মিয়া বাড়ির পাশের সড়কে পরিবারের লোকজনের অগোচরে লাউতলা-বৈরাগী বাজার সড়কে চলে আসে। এক পর্যায়ে উক্ত সড়ক দিয়ে যাতায়াতকারী পিকআপের চাপায় পৃষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী ঘাতক পিকআপ চালককে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ চালক ও পিকআপ নং (সিলেট ন-১১০৯৪১) থানায় নিয়ে আসে। ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এস.আই মুজিবুর রহমান জানান, ঘাতক পিকআপ চালক আমিরুল হক কে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply