প্রেস বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন, জগন্নাথপুর (পুসাজ) এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেব মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমির হোসের এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান সৌরভ।
শুক্রুবার (২৮ মার্চ) জগন্নাথপুর উপজেলার পৌর পয়েন্টে অবস্থিত মাহিমা রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি আমির হোসেন বলেন-
আমাদের প্রাণের সংগঠন ‘পাবলিক ইউভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব জগন্নাথপুর’(পুসাজ)। দীর্ঘ প্রচেষ্টার পর আমাদের সংগঠন একটি বাস্তব রূপ লাভ করেছে। এটি আমাদের সকল সদস্যদের পরিশ্রমের ফসল। আমাদের এই সংগঠন শিক্ষা ক্ষেত্রে, সমাজের কল্যাণে, মানুষের কল্যানে অবদান রেখে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জগন্নাথপুরের মানুষের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার স্পিরিট ছড়িয়ে দিতে কাজ করবে আমাদের এই সংগঠন।
নতুন কমিটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সৌরভ বলেন-
জগন্নাথপুর একটি প্রবাসী অধ্যুষিত এলাকা হলেও, এই অঞ্চলের শিক্ষার মান এবং স্বাস্থ্য সেবাসহ নানা ক্ষেত্রে এখনও উন্নতির অনেক সুযোগ রয়েছে।
এখন সময় এসেছে এই এলাকার শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবর্তন আনার। সাধারণ সম্পাদক হিসেবে, আমি সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রস্তুত। আমি চাই, সংগঠনের প্রতিটি সদস্যের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি শক্তিশালী ও সুশৃঙ্খল নেতৃত্ব গঠন করতে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মোঃ জুনেদ মিয়া (ঢাবি), সৌমিক তালুকদার উচ্ছ্বাস (চবি), সোলায়মান আলী রেদুয়ান (শাবিপ্রবি), সাদিকুর রহমান (শাবিপ্রবি), শায়েখ আহমদ (চবি), তাহেরা খানম (ঢাবি), আব্দুল্লাহ ওমর বায়জিদ (সিএমসি)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন শুয়াইব আহমদ চৌধুরী (শাবিপ্রবি), সাংগঠনিক সম্পাদক মোঃ ইফতানূর (শাবিপ্রবি), সহ-সাংগঠনিক সম্পাদক কাজল দেবনাথ (মাভাবিপ্রবি), অর্থ সম্পাদক গাউসুল ইসলাম তানভীর (সিকৃবি), উপ-অর্থ সম্পাদক এইচ.এম. আজরফ (কুয়েট), ছাত্র কল্যাণ সম্পাদক সৈয়দ শাহিন (যবিপ্রবি), প্রচার সম্পাদক মোছাঃ ফারজানা বেগম (ঢাবি), সমাজ কল্যাণ সম্পাদক: ইমন আহমেদ (শাবিপ্রবি), শিক্ষা সম্পাদক অনিকা খানম মাসুমা (শাবিপ্রবি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দূর্জয় দাস (চবি), ক্রিয়া সম্পাদক আবু রায়হান (শাবিপ্রবি), গবেষণা সম্পাদক অভিমুণ্য কুমার দাস (জবি), আইন বিষয়ক সম্পাদক আনিকা আফরিন তিশা (রাবি), সাংস্কৃতিক সম্পাদক: শাহ-রাকিবুল হুদা (মাভাবিপ্রবি), সাহিত্য সম্পাদক সাইদ আহমেদ (শাবিপ্রবি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক অলি দাস (শাবিপ্রবি), প্রকাশনা সম্পাদক মোছাঃ তায়্যিবা আক্তার (সুবিপ্রবি), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাকিব আলী (শাবিপ্রবি), শিল্প বিষয়ক সম্পাদক হৃশিকা দেব (শাবিপ্রবি), দপ্তর সম্পাদক উদয় গোপ (শাবিপ্রবি), সেমিনার বিষয়ক সম্পাদক ত্রিপদী তালুকদার (শাবিপ্রবি), উন্নয়ন বিষয়ক সম্পাদক জয় সরকার (শাবিপ্রবি)।