স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুরে পাঠ্য পুস্তক উৎসব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ও সরকারি আর্দশ প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। পাঠ্য পুস্তক উৎসব উদযাপন উপলক্ষে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে এক সভা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক প্রমুখ। অনুরূপভাবে আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উপজেলার ১৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ হাজার –শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়। আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গনেশ চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন প্রমুখ পরে ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা রিসোর্স সেন্টারের হারুণ রশীদ, বিদ্যালয়ের সদস্য এনামুল হক প্রমুখ। উপজেলার ১৮০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ হাজার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।