আদালত অবমাননার অভিযোগ-
স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কেশবপুরে আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও পল্লী বিদ্যুতের সাবষ্টেশনের স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়ায় অভিযোগে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির,সহকারী কমিশনার ভূমি,সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানাজার,ভূমি অধিগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আমলে নিয়েছেন সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ ২য় আদালত। জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের লিল মিয়ার আবেদনের প্রেক্ষিতে বুধবার যুগ্ম জেলা জজ মোহাম্মদ মেহেদী হাসান তালুকদার এই মামলার শুনানী শেষে আদেশ প্রদান করেন। আদেশে বলা হয় আগামী ১১ আগষ্ট সশীরে অথবা আইনজীবির মাধ্যমে কেন আদালত অবমাননায় দায়ে উপরোক্ত ব্যক্তিগনকে দোষী সাবস্থ্য করে সাজা ভোগ করা হবে না তা জনতে চেয়ে আদেশ প্রদান করেন। বাদীপক্ষে আইনজীবি ছিলেন নেছার আলম আর সরকার পক্ষে আইনজীবি ছিলেন আজিজুর রউফ।
Leave a Reply