Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পলো বাওয়া উৎসব

স্টাফ রিপোর্টার::

প্রযুক্তির এই যুগে গ্রাম বাংলায় অনেক ঐতিহ্যের সঙ্গে মাছ ধরার পলো বাওয়া উৎসব হারাতে বসছে। তবে জগন্নাথপুরে পলো বাওয়ার সেই আবহমান ঐতিহ্যের চিত্র দেখা গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের বারকি বিলে পলো বাওয়া উৎসবের আয়োজন করা হয়। এতে প্রভাকরপুর, হামিদপুর, সোনাপুর, আসামপুর, এরালিয়াসহ আট গ্রামের তিন শতাধিক বিভিন্ন বয়সীর সৌখিন মাছ শিকারীরা অংশ নেন। এসময় বিলপাড়ে শত শত মানুষের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠে।
প্রভাকরপুর গ্রামের শিপন তালুকদার বললেন, সবাই এক সাথে পলো বাওয়ার আনন্দই আলাদা। পলোতে ধরা পড়ে বোয়াল, শোল, মাগুর ও গজারসহ দেশিয় প্রজাতির নানা মাছ। অনেকেই আবার জাল দিয়েও মাছ ধরছে। আমি একটা বোয়াল ধরেছি, খুব ভালো লাগছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) ছায়াদুর রহমান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আনন্দ উৎসবে দলবেঁধে পলো বাওয়া অনুষ্ঠিত হয়েছে। কালের বিবর্তনে গ্রামীণ অন্যান্য ঐতিহ্যের মতো মাছ ধরা উৎসবও বিলুপ্ত প্রায়। তবে সেই চিত্র ধরে রাখছেন আমাদের অঞ্চলের মানুষ।

Exit mobile version