বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির মুক্তিদাতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কে নিস্পেষিত দাসের জাতি থেকে দুনিয়ায় বুকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করে গেছেন। আর তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি।
তিনি বলেন, বঙ্গবন্ধু একটি দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক সুখি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন হবে। মন্ত্রী বলেন বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাঙ্গালীর ইতিহাসে যে কলঙ্কের দাগ লেগেছিল তা থেকে পরিত্রাণ পেতে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সুনামগঞ্জের
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যাগে দলীয় কার্যালয়ে
আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মনাফ, আওয়ামীলীগ নেতা ডা:মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আনহার মিয়া,আব্দুল কাইয়ুম মশাহিদ, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামীলীগের সহসভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, আ,স,ম আব্দুল তাহিদ,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা তৈয়ব মিয়া কামালী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর, প্রচার সম্পাদক আবদুল জব্বার,সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ডা:আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ্ সভাপতি হাজী সুন্দর আলী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দ্বিপাল কান্তি দেব, পাটলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নিজামুল করিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রুহেল, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।
এর পুর্বে শহরে শোক র্যালি অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প অর্জনের মাধ্যমে শ্রদ্ধা প্রদান করা হয়।
Leave a Reply