স্টাফ রিপোর্টার-
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করেছে। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়।সরকারের সজাগ দৃষ্টির কারণে এরা শারদীয় দুর্গাপূজায় এবার সফল হতে পারেনি। তিনি বলেন, আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। সবাই মিলে শান্তি সম্প্রতি বজায় রাখতে হবে। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে হবে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বৈশ্বিক নানা,সংকট কাটিয়ে প্রতিবেশী দেশগুলোর চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে ও ভালো অবস্থানে রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। তিনি মঙ্গলবার রাতে জগন্নাথপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়ায়,শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথা বলেন। সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ সূত্রধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিভাস দে এর পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত রায়,সহ দপ্তর সম্পাদক মাসুম আহমেদ, উপজেলা যুবলীগ সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,হিন্দু কমিউনিটি নেতা পিষূষ রায় কালা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, কমিউনিটি নেতা,হীরা মোহন দেব, প্রজেশ গোপ, শশী কান্ত গোপ, দেবাশীষ তালুকদার, প্রদীপ দে, অরূপ সরকার,বকুল গোপ, সজিব রায় দূর্জয় উপজেলা ছাত্র লীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ এর আগে পরিকল্পনা মন্ত্রী রানীগঞ্জ বাজারের শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।