স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন আহমদ, উপজেলা জামায়াত ইসলামের আমীর মাওলানা লুৎফুর রহমান, হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবিবুল বারী আয়হান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি সৈয়দ মসরুর আহমদ ক্বাসেমী, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার, হাফিজ মুহিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হোসেন ডালিম, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নুরুল হক প্রমুখ।
পরে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম জোবায়ের আহমদ।