স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারস্থ কুশিয়ারা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাহারি নামে জগন্নাথপুরের ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জের সাতটি নৌকা নৌকা অংশ নেয়। এতে জগন্নাথপুরের গোতগাঁও গ্রামের কুতুব উদ্দিন শাহ তরীকে হারিয়ে শাহারপাড়ার চক তিলক গ্রামের বাংলার পবন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়ে সোনার নৌকা জিতে নেয়। তৃতীয় হয়েছে নবীগঞ্জের বাদাউড়া গ্রামের পঙ্খীরাজ।
এদিকে সকাল ১১টা থেকে জগন্নাথপুর, ওসমানিনগর, বালাগঞ্জ, নবীগঞ্জসহ সিলেটের বিভিন্ন অঞ্চলের শত শত উৎসুক জনতা নৌকা বাইচ দেখতে কুশিয়ার নদীর দুই পাড়ে নৌকা যোগে এসে অবস্থান করেন। দুপুর ১টার দিকে প্রতিযোগিতা শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া সাতটি নৌকাগুলো হচ্ছে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চকতিলক গ্রামের বাংলার পবন, পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের কুতুব উদ্দিন শাহ তরী, আলাদি গ্রামের সোনার বাংলা, নবীগঞ্জের পঙ্খীরাজ, সাজুর শাহ তরী, শাহ জালাল তরী ও জল পবন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী সুন্দর আলী, জগন্নাথপুর পৌরসভার সাবেক প্রথম প্যানেল চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ভুইয়া, সালেহ আহমদ, দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আওয়াদ হোসেন (ছাদ), মঞ্জুরুল ইসলাম, মাসুম আহমদ, শামীম আহমদ,আয়োজক কমিটির ধনেষ বাবু, আরজান মিয়া, হারুন মিয়া, হিরা মিয়া, শাহী আহমদ, শাহানুর আহমদ শানু, গুলজার হোসেন, রাজিব তালুকদার, জাকির হোসেন, ইকবাল হোসেন, দুলন মিয়া, আব্দুল মালেক, দিলদার হোসেন প্রমুখ।
আয়োজক কমিটির শানুর আহমদ ও সালেহ আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আবহবান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আমাদের এলাকাসহ সিলেট অঞ্চলে খুবই জনপ্রিয়। বিশেষ করে প্রবাসীদের নিকট এ প্রতিযোগিতা এখনও প্রিয়। এলাকার জনসাধারনকে আনন্দ নিতেই আমরা এ প্রতিযোগিতার আয়োজন করেছি।
Leave a Reply