স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রাথী সাবেক পৌরসভার চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়ার নির্বাচনী প্রতিক নৌকার সমর্থনে জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীরের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আকমল হোসেন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল হক সুমন, জালাল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কবির আহমেদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, আশারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজির উদ্দিন, সহ সভাপতি রাসেদ মিয়া, সাধারণ সম্পাদক জনি চৌধুরী,, রানীগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক নেতা সপু মিয়া প্রমুখ।
সভায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করার জন্য আহবান জানান বক্তারা।
Leave a Reply