নৌকায় ভোট দিলে জগন্নাথপুর প্রথম শ্রেণীর পৌরসভা হবে-কামরান
স্টাফ রিপোর্টার:: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামীলীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আওয়ামীলীগ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি বলেন, জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মনাফ একজন সজ্জন ব্যক্তি ও ন্যায়পরায়ণ মানুষ। তাকে ভোট দিলে পৌরসভার নাগিরকদের জীবনযাত্রার মানন্নোয়নের পাশাপাশি পৌরসভার কাঙ্কিত উন্নয়ন হবে। তিনি আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করে বলেন, আপনাদের একটি ভোট জগন্নাথপুর পৌরসভাকে উন্নত ও সমৃদ্ধ পৌরসভায় পরিনত করতে পারে। তিনি বলেন, আব্দুল মনাফ নির্বাচিত হলে জগন্নাথপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভায় পরিণত হবে। তাঁর আমলেই তৃতীয় শ্রেণীথেকে জগন্নাথপুর পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছিল। তিনি রোববার বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর বাজারে নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রবাসী আওয়ামীলীগ নেতা আবুল বশর এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক রুমেন আহমদের পরিচালনায় সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ, আওয়ামীলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, মিন্টু রঞ্জন ধর, রাজা মিয়া, সিদ্দেক ক্বারী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, পৌর ছাত্রলীগ সভাপতি শায়েখ আহমদ প্রমুখ। এর আগে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান জগন্নাথপুর বাজারে নৌকার পক্ষে প্রচারনায় যোগদেন।
Leave a Reply