স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, জগন্নাথপুরসহ সুনামগঞ্জের চারটি পৌরসভায় নৌকা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। তিনি যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টিতে কাজ করতে নির্দেশ দেন। তিনি বলেন যারা নৌকার পক্ষে কাজ করবেন না তাদেরকে বহিস্কার করা হবে। তিনি বলেন, নৌকা হচ্ছে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক এ প্রতীককে বিজয়ী করে জগন্নাথপুরসহ সারাদেশের অগ্রগতির চাকাকে এগিয়ে নিতে জনগনকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সোমবার জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফের নৌকা প্রতীকের সমর্থনে জগন্নাথপুর উপজেলা যুবলীগ আয়োজিত নির্বাচনী প্রচারনাপূর্বক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, প্রবাসী আওয়ামীলীগ নেতা আকমল খান, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সিরাজুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল হাসান, সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, সালেহ আহমদ, এম ফজরুল ইসলাম,পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বিভাস দে, নজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা আজহারুল হক ভূঁইয়া শিশু, সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ নের্তৃবৃন্দ। পরে তিনি জগন্নাথপুর বাজারে মেয়র প্রার্থী আব্দুল মনাফকে নিয়ে নৌকা প্রতীকের প্রচারপত্র বিলি করেন।
Leave a Reply