স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মনাফের নৌকা প্রতীকের সমর্থনে শুক্রবার বিকেলে আওয়ামীলীগ নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে প্রচারনায় নেমেছেন। এর আগে দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় নির্বাচনী কর্মীসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, আব্দুস সামাদ আজাদ তনয় আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ ডন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান বলেন, নৌকা হচ্ছে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতীক। জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যে কারণে স্থানীয় সরকার নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীক দেয়া হয়েছে। ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা নৌকার সাথে বেইমানী করবে তাদের স্থান আওয়ামীলীগে হবে না বলে তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, আওয়ামীলীগ একটি বৃহৎ রাজনৈতিক দল এখানে মতবিরোধ থাকতে পারে কিন্তুু নৌকার প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তা, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা সাবেক পিপি সফিকুল আলম, এডভোকেট শুকুর আলী, এডভোকেট আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামীলীগ নেতা সফিকুল আহমদ ভূঁইয়া, হারুণ রাশীদ, আব্দুল কাইয়ুম মশাহিদ, আওয়ামীলীগের মনোনয়ণ বঞ্চিত লুৎফুর রহমান ও আব্দুল হান্নান, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সিরাজুল হক,সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল হাসান, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মিন্টুরঞ্জন ধর, যুবলীগ নেতা আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব প্রমুখ।সভায় সকল ভেদাভেদ ভূলে নৌকা প্রতীকের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে দলীয় নেতাকমীদের নিয়ে জগন্নাথপুর বাজারে প্রচারপত্র বিলি করেন।
Leave a Reply