Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নির্বাচন স্থগিতে স্বস্তি

স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাসের কারণে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে। আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপ থাকা পর্যন্ত জগন্নাথপুরসহ দেশেও সকল নির্বাচন কার্যক্রম আজ শনিবার স্থগিত ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ গত ১১ জানুয়ারী মৃত্যুবরণ করলে তাঁর এই পদটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন তফশিল ঘোষনা করে। ঘোষিত তফশিল অনুয়ায়ী আগামী ২৯ মার্চ ভোট গ্রহণ হওয়ার কথা। নির্বাচনে মেয়রপদে চার প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছিলেন। তাদের মধ্যে তিনজনই লন্ডনপ্রবাসি। প্রবাসি অধ্যুষিত উপজেলায় সকল নির্বাচনী উৎসবে প্রবাসিদের অংশ গ্রহণে মুখরিত হয়ে উঠে নির্বাচনী জনপদ। এবারের পৌর নির্বাচনে প্রবাসিদের অংশ গ্রহণ তেমন নেই। নির্বাচনের প্রথম দিকে বেশি কিছু সংখ্যক প্রবাসি দেশে ফিরলেও করোনার প্রার্দুভার দেখা দেয়ার পর হাতেগুনা কয়েকজন দেশে ফিরে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারনায় কাজ করছেন। প্রবাসিদের অবাধে চলাফেরার ঝুঁকি দেয়া দেয় নির্বাচনী এলাকায়। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচন স্থগিত করতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেছন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুর পৌর সভার উপ নির্বাচনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীরা বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় নির্বাচন স্থগিতের আবেদন করছি। জেলা প্রশাসকের মাধ্যমে এ আবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। আশা করছি আজ এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে। তিনি বলেন, জগন্নাথপুরে একটি প্রবাসী অধ্যুষিত উপজেলা। সাস্প্রতিককালে ৫০০ বেশী প্রবাসী দেশে এসেছেন এরমধ্যে ৪৭ জন হোমকোয়ারেন্টিনে আছেন। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করছি। নির্বাচনে স্খগিতে
লোকজনের মধ্যে স্বস্তি ফিরেছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহাকারি রির্টানিং অফিসার মুজিবুর রহমান নির্বাচন স্থগিতের সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version