Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নির্বাচনী প্রচারনা বন্ধ, প্রস্তুুত প্রশাসন

স্টাফ রির্পোটার :: আগামীকাল বুধবার জগন্নাথপুরসহ ২৩৪টি পৌরসভা নির্বাচন অনুষ্টিত হবে। ইতিমধ্যে নির্বাচনী প্রচারনা বন্ধ হয়ে গেছে। নিবার্চন সুষ্টভাবে সম্পন্ন করতে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। মঙ্গলবার সকাল থেকে নির্বাচনী এলাকার ভোট কেন্দ্র নির্বাচনী উপকরন সামগ্রী পাঠানো চলছে। নির্বাচন ৬ জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি র‌্যাব সদস্য ১৪, পুলিশ সদস্য ১৪০, বিজিবি সদস্য ৩০ ও আনসার ভিডিপির ১৫৪ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্র একজন পুলিশ অফিসারসহ ৬ জন পুলিশ ও ১৪ জন আনসার দায়িত্ব থাকবে।
এছাড়া ১১ টি কেন্দ্রে ১১ জন প্রিজাইডিং অফিসার ও ১১৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির জানান, অবাধ নিরেপক্ষ ও সুষ্ট নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি গ্রহন শেষ করেছি। আজ সকাল থেকে প্রতি কেন্দ্রে নির্বাচনী উপ-করণ সামগ্রী পাঠানো হচ্ছে।

Exit mobile version