Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে/ আহত ১০

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুরে বেপোরোয়া গতিতে একটি মিনিবাস বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ ১০ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার সকাল ১০টা দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের যোগলনগর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, সকাল ১০টায় জগন্নাথপুর থেকে ২০ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মিনিবাসটি যোগলনগর এলাকায় বেপোরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১০ জন আহত হন। আহতদের মধ্যে রাহেলা বেগম (৩০) ও রেজমিনা আক্তারকে (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে

Exit mobile version