স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, ব্যবসায়ীদেরকে ব্যবসার পাশাপাশি সেবার মানসিকতা নিয়ে ব্যবসা করতে হবে। সততার সহিত ব্যবসা করলে মুনাফা অর্জনের পাশাপাশি জনগনের আস্থা অর্জন করা যায়। তাই ব্যবসায়ীদেরকে সততা বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে হবে। তিনি বলেন আমরা আশা করব আসল ঝলক ফ্যাশন জনসাধারণের মধ্যে সততার আস্থা নিয়ে ব্যবসা পরিচালনা করবে। তিনি মঙ্গলবার জগন্নাথপুর পৌর শহরের টিন্ডটি রোডে ব্যবসায়ী শ্যামল গোপের মালিকানাধীন ঘোষ শপিং মহল ও আসল ঝলক ফ্যাশনের নিজস্ব স্থাপনায় উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময় ঘোষ শপিং মহলের কর্ণধার আসল ঝলক এর মালিক শ্যামল গোপ, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার, ইকবাল হোসেন ভূইয়া, প্রজেশ গোপ, নুরুল হক, রাখাল গোপ, শশী গোপ উপস্থিত ছিলেন।