তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ যুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন (২য় পর্যায়) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার আওতাধীন পশ্চিম ভবানীপুর এলাকায় বাসিন্দা আফছার উদ্দিন ভুঁইয়ার বাড়িতে জগন্নাথপুর উপজেলার তথ্য সেবা কর্মকর্তা লুফিয়াজ্জামানের (তথ্য আপা) সভাপতিত্বে ও তথ্য সেবা সহকারি মুক্তা রানীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজ আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন মজুমদার, আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। নারীদের মধ্যে বক্তব্য দেন মায়া রানী গোপ।