স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী সামজিক ও নাট্য সংগঠন নাট্যবানীর প্রাক্তন সদস্যদের এক পূর্নমিলনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রাক্তন সদস্য প্রবাসী আমির হোসেন এর উদ্যোগে পূর্নমিলনী অনুষ্ঠানে নাট্যবানীর বিগত দিনের কাযক্রম নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখা হয়। নাট্যবানীর প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ আব্দুল আহাদ, দিলাওয়ার হোসেন,দিলদার হোসন দিলু,যুক্তরাজ্য প্রবাসী আমির হোসেন,ধনঞ্জয় বণিক,পরিতোষ চক্রবর্তী,শংকর রায়,হারুন মিয়া ভূঁইয়া,আবু সুফিয়ান ঝুনু,প্রনব কুমার বণিক প্রমুখ। সভায় জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও নাট্যসংগঠন নাট্যবানী পূর্নজাগরন করতে প্রাক্তন সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও সভায় নাট্যবানীর প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক নৈশভোজ যুক্তরাজ্য প্রবাসী নাট্যবানীর সদস্য আমির হোসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
Leave a Reply