স্টাফ রির্পোটার ঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নলজুর নদীর ঘোষগাঁও নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত শিশুর নাম শফিকুল ইসলাম ময়না (১১)। সে উপজেলার পাটলী ইউনিয়নের মকরমপুর গ্রামের আছকির মিয়ার পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আছকির মিয়া দীর্ঘদিন ধরে পৌরএলাকার হবিবনগর এলাকায় একটি কল্লোনীতে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন। বুধবার শিশুটি নিখোঁজ হয়। শুক্রবার সকালে নদীর পানিতে ভাসমান অবস্থান স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেন।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ মইনুল জাকির জানান, মৃত শিশুটির লাশ দেখে তার পরিবারের লোকজন সনাক্ত করেছে। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়।
Leave a Reply