Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি- শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে কলেজ ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ১ম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এ উপলক্ষে কলেজের আয়ন বায়ন কর্মকর্তা সুরঞ্জিত কুমার সেনের সভাপতিত্বে ও প্রভাষক প্রতিভা রানী দাসের পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দীন সুহেল। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমীন, জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, অ্যাডভোকেট আব্দুল মুকিত, যুক্তরাজ্যপ্রবাসী এমএ কাদির,সাবেক ইউপি চেয়ারম্যান আকছির আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোচ্ছাবির আহমদ, কলেজের প্রাক্তন শিক্ষার্থী যুক্তরাজ্যপ্রবাসী ফুজায়েল আহমদ সাজু, ২য় বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন,আমিনুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নবীণ বরণ উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষায় আজকের ছাত্রসমাজ ও তরুণরা নেতৃত্ব দিয়েছিল। তাদের এ অবদান ইতিহাসে স্বর্নাঅক্ষরে লেখা থাকবে। জুলাই-আগষ্ট বিপ্লবে এক দাম্ভিক, অহকাংরি ও অত্যাচারি এক স্বৈরাচারি হাসিনার পতন ঘটে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ থেকে শিক্ষা নিয়ে আগষ্টের চেতনা লালন করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হবে হবে। তোমাদের একেক জনকে হয়রত, আবুবক্কর, ওমর ও আলী (রা) মতো জীবন গঠন করে দেশ ও তাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Exit mobile version