স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসরে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধ তাজ উদ্দিন (৬৫) এর সন্ধান আজ বৃহস্পতিবার এ রির্পোট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। গতকাল বুধবার বিকেল থেকে পুলিশ, ফায়ার সার্ভিসের একটি দল ও এলাকাবাসী উদ্ধার অভিযান চালান। সন্ধ্যায় অভিযান বন্ধ হলেও আজও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের চার ব্যক্তি স্থানীয় কুশিয়ারা নদীর পুরাতন লঞ্চঘাটে বসে জুয়া খেলছিলেন। এ খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ জুয়ার আসরে ধাওয়া দিলে চার ব্যক্তি কুশিয়ারা নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন সাঁতার দিয়ে পাড়ে উঠতে পারলেও রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের তাজ উদ্দিন (৬৫) উঠতে পারেননি। খবর পেয়ে পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন নিখোঁজ ব্যক্তি উদ্ধারে কাজ চালান। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়েছে।
অভিযানে অংশ নেওয়া সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নিউটন দাস তালুকদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, নদীর তলদেশে প্রচণ্ড টান্ডা থাকায় অভিযানে কিছুটা ব্যাহত হচ্ছে। সন্ধ্যায় অভিযান বন্ধ রয়েছে। কাল সকাল থেকে আবার অভিযানে নামব আমরা।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক জিন্নাতুল হাসান বলেন, রানীগঞ্জে অন্য একটি অভিযানে যাওয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন নদীতে ঝাঁপ দিয়েছে এবং তাদের মধ্যে একজন পাড়ে উঠতে পারেননি। তাঁকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply