স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৭ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
আক্রান্ত ৭ জনের মধ্যে ৫ জন পৌরসভার বাসিন্দা। এরমধ্যে পৌর শহরের ডাক বাংলো এলাকায় ২ জন, বটেরতল এলাকায় ১ জন, কামাল কমিউনিটি সেন্টার এলাকায় ২ জন, কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে ১ জন এবং দোস্তপুর গ্রামে ১ জন।
আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুস সাদাত এর নেতৃত্ব
একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে স্বাস্থ্যবার্তা প্রদান করে আশপাশ এলাকার লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানান, গতকাল বৃহস্পতিবার (১৮জুন) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। জগন্নাথপুরে মোট করোনা রোগীর সংখ্যা ৬২ জন। এরমধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, নতুন আক্রান্ত সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
Leave a Reply