স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলায় নিখোজের ৪দিন পর হতভাগ্য এক ধান ব্যাবসায়ীর লাশ উদ্ধারের ঘটনায় শুক্রবার সকালে এক ইউপি সদস্যকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরন করেছে পুলিশ। এলাকাবাসী জানান,গত সোমবার রাত ৮টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত কাছম আলীর ছেলে ধান ব্যবসায়ী আশ্রাফ আলী দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিল শাহ বাজার থেকে একটি স্টিলবডি ইঞ্জিন নৌকায় ধান নিয়ে কুশিয়ারা নদীপথে রানীগঞ্জ বাজারে আসছিলেন। এসময় স্থানীয় সুরিয়ারপাড় এলাকায় কুশিয়ারা নদীতে পানির নিচে পাতানো মাছ ধরার কিছু জাল নৌকার ফ্যানে লেগে ছিড়ে যায়। এ ঘটনায় সুরিয়ারপাড় গজারীপাড়া গ্রামের ১০/১৫ জনের একদল জেলে উত্তেজিত হয়ে অন্যান্য ইঞ্জিন নৌকা নিয়ে ধানের নৌকার গতিরোধ করে ব্যাবসায়ী আশ্রাফ আলীকে মারপিঠক্রমে আহত করে নদীতে ফেলে দেয়। ৪দিন পর কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় আশ্রাফ আলীর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য ও সুরিয়ারপাড় গজারীপাড়া গ্রামের মৃত আলতা মিয়ার ছেলে আবুবকর (৪০) কে প্রতিপক্ষরা পুলিশের হাতে সোপর্দ করে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাদ আলী ও অপরাপর সদস্যরা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত এমপির কাছে খুনের ঘটনার সাথে ইউপি সদস্য আবুবকর আদৌ জড়িত নন বলে চ্যালেঞ্জ করেন। সুরঞ্জিত সেন গুপ্ত এমপি নিরীহ নিরপরাধ আবুবকরকে হয়রানী না করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবাণ জানান। অন্যদিকে ব্যবসায়ী আশ্রাফ আলী নিহতের ঘটনায় তার স্ত্রী বাদিনী হয়ে ২৪ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি খুনের মামলা দায়ের করেছেন বলে এস আই কবীর উদ্দিন সাংবাদিকদের জানান।
Leave a Reply