স্টাফ রিপোর্টার: ধান কাটার মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে যে শ্রমিক আসে তাদেরকে নাইয়া বলা হয়। হাওর এলাকায় এখন চলছে নাইয়া বিদায় (ধান কাটার শ্রমিক) কৃষকরা পাওনা বুঝিয়ে দিয়ে বিদায় জানাচ্ছেন তাদেরকে। এনিয়ে জগন্নাথপুরের হাওর এলাকার কৃষকদের মধ্যে অন্যরকম আনন্দ রয়েছে। কৃষকরা জানান, প্রতি বছর ধান কাটার মৌসুমে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ধান কাটার শ্রমিক আসেন। এসব শ্রমিকরা চুক্তিতে ধান কাটনে। বিদায় বেলা কৃষকরা খুশি হয়ে শ্রমিকদেরকে নতুন ধানের চাল দিয়ে পিঠা পায়েশ মাছ মাংস দিয়ে আপ্যায়নের পর ও নতুন কাপড় ছোপড় উপহার দিয়ে বিদায় জানান। শ্রমিকরা মহাআনন্দে নাচে গেয়ে বিদায় নেয়। জগন্নাথপুরের হাওরে নাইয়া বিদায় এ যেন আরেক হাওরী উৎসব।
জগন্নাথপুর উপজেলা চিলাউড়া গ্রামের কৃষক আব্দুল গফুর বলেন, প্রকৃতির ঝড় বৃষ্টির খেলার মধ্যে কৃষকদেরকে এবার ধান কাটতে হয়েছে। ক্ষনে ক্ষনে বৃষ্টি ও রৌদে দেখা মিলেলেই কৃষকরা কষ্টের ফসল তুলার সংগ্রাম করতে হয়েছে ।তি নি জানান, এবার ২৫ জন নাইয়া সিরাজগঞ্জ থেকে এসেছিল্। তাদেরকে বিদায় জানান ধানের সাথে নাইয়া বিদায় একটা রীতিতে পরিণত হয়েছে। শ্রমিকরা খুশি হয়ে বাড়ি গেলে আগামী বছর আবার ফিরে আসবে ধান কাটতে।
আরেক কৃষক সুলেমান মিয়া বলেন, গত ৫ বছর ধরে রংপুরের শ্রমিকরা আমার বাড়িতে আসেন। এবারও তারা এসেছেন। তবে এবার শ্রমিক এসেছে কম। তিনি জানান, বৃষ্টির পানিতে হাওর জলমগ্ন হয়ে পড়ায় নাইয়াদের ধান কাটতে কষ্ট হয়েছে। যে কারণে সময় লেগেছে বেশী।
উপজেলা হাওর উন্নয়ণ পরিষদের নেতা সিদ্দিকুর রহমান জানান, স্থানীয়ভাব ধান কাটা শ্রমিক সংকট থাকায় উত্তরাঞ্চলের শ্রমিকদের ওপর আমাদের কৃষকদেরকে নির্ভর করতে হয়। যত দিন যাচ্ছে উত্তরাঞ্চলথেকেও শ্রমিক কম আসছে তাই কৃষকদের প্রযুক্তির দিকে নজর দিতে হবে। তার মতে কৃষি বিভাগ হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার সুযোগ করে দিলে এক সাথে ধান কাটা মাড়াই ও বস্তাবন্দি হয়ে গেলে অনেক ঝুঁকি থেকে কৃষকরা মুক্তি পাবেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ার নাইয়া সর্দার সুলেমান ঠাকুর বলেন, আমি ১৫ বছর ধরে বোরো মৌসুমে ধান কাটতে শ্রমিক নিয়ে জগন্নাথপুরে আসি। এখানকার মানুষ অত্যন্ত আত্বীয়পরায়ন। এবার হাওরে পানি ঢুকে যাওয়ায় শ্রমিকরা ঠিকমতো ধান কাটতে পারেননি। তিনি জানান, দেশের বিভিন্ন জায়গায় এখন কর্মসংস্থান সৃষ্টি হচেছ তাই এত দূর ধান কাটতে শ্রমিকরা আগের মতো আসতে চান না।
Leave a Reply