স্টাফ রিপোর্টার; বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, দেশে এখন চরম ক্রান্তিকাল চলছে। আওয়ামীলীগের দুঃশাসনে দেশবাসী আজ অতীষ্ঠ। বর্তমান আওয়ামীলীগ সরকারের অত্যাচারের দেশের মানুষ আজ দিশেহারা। গণতন্ত্র নির্বাসনে। জুলুম নির্যাতন করে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনকে বর্তমান সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ব্যালেটের মাধ্যমে প্রতিবাদ জানাতে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শনিবার বিকেলে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদের বাড়িতে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পৌর বিএনপি সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সদস্য সচিব কবির আহমদ, যুবদল নেতা ফারুক আহমদ ও যুবদল নেতা সামছুল হকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক গুম হওয়া নেতা ইলিয়াছ আলী পতœী তাহসিনা রশদীর লুনা বলেন, বর্তমান সরকার বিনাভোটে জোরপূর্বক ক্ষমতা আকড়ে আছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের এ সরকারের বিরুদ্ধে গনআন্দোলন গড়ে তুলতে হবে। তিনি পৌর নির্বাচনে ভোটের মাধ্যমে এ সরকারের বিরুদ্ধে অনাস্থা স্থাপন করতে হবে। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমদকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ জগন্নাথপুরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাম্মি আক্তার বলেন, সারা দেশে ধানের শীষের গনজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হলে শতকরা ৮০ ভাগ পৌরসভায় বিএনপি প্রার্থী বিজয়ী হবে। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদ, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, জাতীয়তাবাদী সুনামগঞ্জ আইনজীবি ফোরামের সভাপতি আব্দুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবঃ সৈয়দ আলী আহমদ, বিএনপি নেতা এটিএম হেলাল,চৌধুরী মোঃ সুহেল,আবুল কাশেম স্বপন,আবু হোরায়রা ছাদ মাষ্টার, আছকির আলী, আব্দুল হাশিম ডালিম, আব্দুল মছব্বির, মামুর আহমদ প্রমুখ সভার শুরুতে কোরআন তেলোওয়াত করেন বিএনপি নেতা হাজী হাসান। বিএনপি নের্তৃবৃন্দ দিনভর জগন্নাথপুর পৌরসভার পৌরপয়েন্ট, হাসপাতাল পয়েন্ট, কেশবপুর বাজার, ভবেরবাজারসহ বিভিন্নস্থানে গণ সংযোগ করেন। এসময় উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলসহঅঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।