স্পোর্টস রিপোর্টার :: জগন্নাথপুর পৌরশহরের বাসুদেব বাড়ী ক্রিকেট ক্লাবের উদ্যোগে ওই ক্লাবের ক্রিকেটার প্রয়াত ধনঞ্জয় দাস ধনুর স্মরনে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
বুধবার পৌরশহরের সদরে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষ্যে ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় দাসের সভাপতিত্বে উদ্বোধণী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া প্রমুখ। এতে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের ওয়েব মাষ্টার অরূপ সরকার, জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক অশেষ দেবসহ ক্লাবের নেতৃবৃন্দ।
উদ্বোধণী ম্যাচে বাসুদেব বাড়ি ক্রিকেট ক্লাব ও ফুলকলি ক্রিকেট ক্লাব অংশ নেয়। ফুলকলি ক্রিকেট ক্লাবকে ২৯ রানে হারিয়ে বাসুদেব বাড়ি ক্রিকেট ক্লাব জয়ী হয়েছে। প্রতিটি খেলা ১২ ওভারে অনুষ্ঠিত হবে।
Leave a Reply