1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে দুর্বৃত্তের হামলায় নিহত আতিককে চোখের জলে চির বিদায় জানাল এলাকাবাসী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দুর্বৃত্তের হামলায় নিহত আতিককে চোখের জলে চির বিদায় জানাল এলাকাবাসী

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫
  • ৪৫৭ Time View

আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামের লাল মিয়ার ছেলে উপজেলা ভূমি অফিসের কমর্চারী দুর্বৃত্তের হামলায় নিহত আতিকুর রহমান আতিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাচঁটায় জগন্নাথপুর গ্রামের তিলোনা মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, সুনামগঞ্জের জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হারুন-অর-রশীদ, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রউফ,পৌর কাউন্সিলর সফিক মিয়া,গিয়াস উদ্দিন মুন্না, এলাকার প্রবীণ মুরব্বী সাবেক মেম্বার ছুরত মিয়া,ইছবর আলী, আব্দুল হামিদ,দিলোয়ার হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, পৌর বিএনপি আহ্বায়ক এম এ মতিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম সহ বিভিন্ন শ্রেণীপেশার শত শত মানুষ অংশ নেন। জানাজা শেষে পঞ্চায়িতী কবর স্থানে তাকে দাফন করা হয়। এর আগে তার লাশ উপজেলা পরিষদের সামনে নিয়ে আসলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীর কান্নায় ভেঙ্গে পড়েন। উল্লেখ্য পৌর এলাকার জগন্নাথপুর দিঘিরপাড় এলাকার লাল মিয়ার পুত্র আতিকুর রহমান সোমবার রাতে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা যায়। এদিকে আতিকের মৃত্যুতে উপজেলা প্রশাসন সহ জগন্নাথপুর পৌর এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান খালেদসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এঘটনায় পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে। এদিকে জানাযায় অংশ নেয়া লোকজন ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। সাত ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে তার পরিবারে চলছে শোকের মাতম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com