আজহারুল হক ভূঁইয়া শিশু:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামে দুর্বৃত্তদের হামলায় এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের বাসিন্দা সৈয়দপুর বাজারস্থ বহুরূপী ইলেকট্রনিক দোকানের টেকনিশিয়ান ইসমাইল হোসেন দুপুরে স্থানীয় বাজারের একটি রেস্তুরায় বসে নাস্তা করছিলেন। এ সময় একই গ্রামের দিলু মিয়া পাশের একটি চেয়ারে বসে মুঠোফোনের লাউড স্পীকারে একটি মেয়ের সঙ্গে কথা বলছিল। এতে ইসমাইল হোসেন প্রতিবাদ করেন। এ নিয়ে দুই জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে বাড়ি ফেরার পথে ইসমাইল হোসেন উপর দিলুর নেতৃত্ব ৩/৪জন যুবক হামলা চালিয়ে তাকে আহত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। িজগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, এঘটনায় কেউ কোন অভিযোগ করেনি।
Leave a Reply