স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলা পরিষদ রোডের দুটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। অভিনব কৌশলের মাধ্যমে চোর ঘরে ঢুকে একটি ডিজিটাল ক্যামেরা ও নগদ দুই হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া দোকান দুটি হলো উপজেলা পরিষদ রোডের পপি কম্পিউটার্স ও শহিদিয়া কম্পিউটার্স। শহিদিয়া কম্পিউটার্সের দোকান মালিক ইলিয়াছ মিয়া জানান,প্রতিদিনের মতো রাতে দোকান তালাবন্ধ করে বাড়িতে চলে যাই। শনিবার সকালে দোকান খুলে দেখি সবকিছু তছনছ ক্যাশ ড্রয়ার থেকে ক্যামেরা নেই। পরে দেখি দোকানের ভেন্টিলেটার ভাঙ্গা। অনুরূপভাবে পাশের ঘরের পপি কম্পিউটারের ঘর থেকে দুই হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ধারনা করা হচ্ছে প্রশিক্ষিত চোর কোন শিশুকে ঘরে ঢুকিয়ে কাজ করছে। এদিকে গত গভীর রাতে কলকলিয়া ইউনিয়নের মজিদুপর গ্রামের সজ্জাদ মিয়ার বাড়িতে চুরি করতে গিয়ে সিলু মিয়া(৪০) নামের এক চোরকে এলাকাবাসী আটক করে।শনিবার সকালে তাকে উত্তম মধ্যম দিয়ে পরিবারের নিকট হস্তান্তর করেন।
Leave a Reply