আজহারুল হক শিশু/আজিজুর রহমান:: রাস্তায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে জগন্নাথপুর দুই সিএনজি চালক গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা আপোষে নিস্পত্তি হয়েছে। শনিবার এলাকাবাসীর উদ্যোগে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি হয়। সালিশ বৈঠকে এলাকার গন্যমান্য ব্যক্তিবগ ও দুই সিএনজি চালক ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকে উপস্থিত রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, উভয়পক্ষের মধ্যে ভূলবুঝাবুঝির বিষয়টি আপোষে নিস্পত্তি করা হয়। এছাড়াও ক্ষয়ক্ষতির বিষয়টি উভয়পক্ষের মতামতের ভিত্তিতে সমাধান করা হয়। ভবিষ্যতে যাতে আর এধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সিদ্ধান্ত হয়। উল্লেখ্য শুক্রবার জগন্নাথপুর উপজেলা সদরের গুদামের ব্রিজ সিএনজি স্টেশন থেকে চালক রুবেল মিয়া রানীগঞ্জ বাজারে যাত্রী নিয়ে যান। রাস্তায় যাত্রী উঠানো নিয়ে রানীগঞ্জ সিএনজি স্টেশনের চালকরা রুবেল মিয়া কে রানীগঞ্জ বাজারের তাদের অফিসে নিয়ে মারধর করে। পরে রুবেল মিয়া জগন্নাথপুরে এসে জগন্নাথপুর সিএনজি স্টেশনের চালকদের বিষয়টি ওই ষ্টেশনের চালকরা উত্তেজিত হয়ে জগন্নাথপুর হ্যালিপ্যাড সংলগ্ন রানীগঞ্জ সিএনজি স্টেশনে গিয়ে হামলা চালিয়ে কমপক্ষে ২০টি সিএনজি, লেগুনা ভাংচুর করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে১৫জন আহত হন।