স্টাফ রির্পোটার:: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিঠাভরাং গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার দু’পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ি সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত ৪জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। অপরাপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের আব্দুস সালাম ও খোরশেদ মিয়ার মধ্যে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। সোমবার দুপুরে খোরশেদ মিয়ার লোকজন রাস্তার পিলার তুলে ফেলতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হন। গুরুত্বর আহত খোরশেদ মিয়া (৫৫),আনর মিয়া(৩২) চুনু মিয়া (৩০),আছরাবুল বেগম(২৮)কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত হ্যাপী বেগম (৪০), সাবিয়া বেগম (৩০), লেবু মিয়া (৩২), আব্দুস সালাম (৪৫) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়েছি। এ ব্যাপারে থানায় কোন পক্ষ এখনও অভিযোগ দায়ের করেনি।
Leave a Reply