সুনামগঞ্জের জগন্নাথপুরে দু’পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে জগন্নাথপুর পৌর পৌর পয়েন্টে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, জগন্নাথপুর পৌরশহরের নলজুর নদীর পূর্বপাড়ের সিএনজি চালিত অটোরিকশা ষ্ট্যান্ড এবং শহরের রানীগঞ্জ অটোরিকশা ষ্টান্ডের শ্রমিকদের মধ্যে যাত্রী উঠানো নামানো নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে আজ রানীগঞ্জ স্ট্যান্ডের শ্রমিকরা পূর্বপাড়ের অটোরিকশা স্ট্যান্ডের একটি অটোরিকশাকে বাঁধা দেয়। এসময় রানীগঞ্জ স্ট্যান্ডের শ্রমিক নেতা আব্দুল মতিনের (৩৫) সঙ্গে পূর্বপাড়ের স্ট্যান্ডের শ্রমিক রায়হান আহমদ রাসেলের (৩০) বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে আব্দুল মতিনের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করা হয়। এতে করে মুর্হুতের মধ্যে স্থানীয় পৌর পয়েন্টে দুই স্ট্যান্ডের শ্রমিকরা সংঘর্ষে জড়িতে পড়েন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ঘন্টাব্যাপি সংঘর্ষে দুই পক্ষের ৫ জন আহত হন। তাদের মধ্যে আব্দুল মতিন, রায়হান আহমদ, সেবুল মিয়া, রুহেল মিয়া, শ্যামল মিয়া ও খোকন মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে সক্ষম হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি।