স্টাফ রির্পোটার : জগন্নাথপুরে দুইটি অশ্লীল যাত্রানুষ্টান অবশেষে আজ সোমবার প্রশাসন পন্ড করে দিয়েছে। গত শনিবার থেকে উপজেলার রানীগঞ্জে ও গড়গড়ি গ্রামে মেলার নামে অশ্লীল যাত্রানুষ্টান, জুয়ার আসর, মদ, গাজাসহ অসামাজিক কার্যকলাপ চললে আসছিল। এ সব অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে এলাকাবাসী স্মারকলিপি, প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচী পালন করে আসছিলেন। গতকাল রোববার মাসিক আইন শৃঙখলা সভায় মেলার নামে এসব অশালীল যাত্রানুষ্টান বন্ধের জন্য একটি অনুমোদন করা হয়। এছাড়া এলাকাবাসীর প্রতিবাদের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন আজ সোমবার বেলা দুপুর ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রফিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে একদল অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পেৌছে মেলা পন্ড করে দেয়। পরে বেলা ২ টার দিকে গড়গড়ির মেলা পন্ড করে দেয়া হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আসাদুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, রানীগঞ্জ ও গড়গড়ি গ্রামে অশ্লীল যাত্রানুষ্টান পন্ড করে দেয়া হয়েছে।
Leave a Reply