স্টাফ রিপোটার:: জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার সুনু মিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ৯বম দিবা সিদ্দিক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুক্রবার উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরির্দশন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, পাঠাগারের সভাপতি জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল কাহার, ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব মির্জা বায়জিদ, হলসুপার শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, সাংবাদিক আব্দুল হাই, পাঠাগারের সহ-সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিবা নন্দ কুমার দাস, পরীক্ষা সমন্ধয়কারী শেখর আচার্য্য, শিক্ষখ এমরান আহমদ,প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার তালুকদার, মোছাদ্দেক আহমদ প্রমুখ। উল্লেখ্য উপজেলার ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ৩১ ডিসেম্বর ফলাফল প্রকাশিতহবে এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে
Leave a Reply