স্টাফ রিপোর্টার:
আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের শাখা কেন্দ্র সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দারুল কিরাত প্রশিক্ষণের সমাপনী দিনে কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে ছাত্রছাত্রী ও ক্বারী-ক্বারিয়াদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মছদ্দর মিয়ার সভাপতিত্বে ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিচালনা কমিটির নাজিম মো. আবুল হাশিম ডালিমের পরিচালনায় ছাত্রছাত্রী ও ক্বারী-ক্বারিয়াদের বিদায় উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কেন্দ্রের খামিছ জামাতের ছাত্র নাহিদ মিয়া, হামদ ও নাত পরিবেশন করে অত্র কেন্দ্রের খামিছ জামাতের ছাত্রী মরিয়ম সুলতানা নুরি, হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর শানে মুর্ছিয়া পেশ করে ছাদিস জামাতের ছাত্রী সাদিয়া বেগম, ছালিছ জামাতের ছাত্র আলী জাফর ও ছালিছ জামাতের ছাত্র শুভরাজ রহমান ৷ বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আনোয়ার মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের পরিচালনা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) ও অত্র কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা গাজী তাজুল ইসলাম, বক্তব্য দেন ক্বারী মাওলানা আব্দুল মান্নান জিহাদী, সহ-নাজিম ছাব্বির আহমদ, সদস্য তোতা মিয়া, আনোয়ার হোসেন, মুজাহিদুল ইসলাম, শুয়েবুর রহমান সুয়েব, ছব্বির খান, ক্বারী হাবিবুর রহমান, ক্বারী আসগর আলী, ক্বারী ফেরদৌস খান, ক্বারী জাহেদ আহমদ, ক্বারিয়া ফাতেমা আক্তার, তাসলিমা খানম, তাহমিনা খানম, নাদিয়া খানম, কেন্দ্রের ছাদীছ জামাতের ছাত্রী মোছাঃ রিপা আক্তার, অত্র কেন্দ্রের রাবে জামাতের ছাত্র সাহিবুর রহমান প্রমুখ৷ এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আঙ্গুর মিয়া, যুক্তরাজ্য প্রবাসী হাজি ময়মন খান, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য মোঃ রাহিম আলী, আব্দুল ওয়াহিদ খান, মোঃ ফেরদৌস রহমান, আলতাব খান, অত্র কেন্দ্রের দাতা সদস্য লন্ডন প্রবাসী আফরুজ মিয়া পাকু, মোঃ মনু মিয়া, রফিক মিয়া, গুলজার মিয়া, মোঃ সফু মিয়া, আশিক মিয়া, দেলোয়ার হোসেন লিলু সহ এলাকার আরও অনেকে। বিদায়ী অনুষ্টানে জামাতে সুরা থেকে জামাতে খামিছ পর্যন্ত কোরআন মজিদ, তাজবীদ ও কিরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় ও পরিক্ষায় সে সমস্ত ছাত্রছাত্রীরা ১ম, ২য, ৩য় স্থান অধিকার করেছে তাদের কে অত্র কেন্দ্র পরিচালনা কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। কেন্দ্রের ছাত্রছাত্রী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান ক্বারী মাওঃ তাজুল ইসলাম সহ কেন্দ্রের সকল ক্বারী-ক্বারীয়াদের কে, কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মোঃ মছদ্দর মিয়া, নাজিম মোঃ আবুল হাশিম ডালিম, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-নাজিম ছাব্বির আহমদ ও রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আনোয়ার মিয়াকে সম্মাননা প্রধান করা হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়েছে। মিলাদ পরিচালনা করেন রসুলপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ ক্বারী আনোয়ার হোসেন, উত্তর রসুলপুর জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারী মোজাহিদুল ইসলাম, দোয়া পরিচালনা করেন রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত-সুপার ও অত্র কেন্দ্রের প্রধান ক্বারী মাওঃ তাজুল ইসলাম, দোয়াতে এলাকার সকলের জন্যে বিশেষ করে মুর্দেগানদের জন্যে, কেন্দ্রের ছাত্রছাত্রী, ক্বারী-ক্বারীয়া, কমিটির সকলের জন্যে এবং দারুল কিরাতের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর জন্যে মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করা হয়েছে। এদিকে, সকালে রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের পরিচালনা কমিটির আয়োজনে ক্বারী ও ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মিলাদ ও দোয়া মাহফিল দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্র পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ গুলজার মিয়ার সভাপতিত্বে ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্র পরিচালনা কমিটির নাজিম মোঃ আবুল হাশিম ডালিমের পরিচালনায় অনুষ্টিত হয়।